ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাবনায় রেস্টুরেন্টে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৬:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০২২
পাবনায় রেস্টুরেন্টে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়ার ইউনিয়নের বওশা এলাকায় কুটুমবাড়ি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক পক্ষ।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কুটুমবাড়ি রেস্টুরেন্টের কর্মচারী রফিকুল ইসলাম বলেন, ‘গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।’

রেস্টুরেন্টের মালিক মাসুদ রানার ভাই সোহেল রানা বলেন, ‘অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের মূল ঘর, ৭টি ফ্রিজ, জেনারেটর, কফি তৈরির মেশিন, চুলা, আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরজাহান মুক্তি বলেন, ‘বিষয়টি শুনেছি। বছর দুয়েক আগে রেস্টুরেন্টটি নির্মিত হয়। এতে মালিকের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’

চাটমোহর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

শাহীন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়