ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৬ জেলে উদ্ধার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২০ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৪:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২২
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৬ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছ ধরা ট্রলার।

পটুয়াখালীর রাঙ্গাবালী সংলগ্ন বঙ্গোপসাগরে নামবিহীন একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় পাশে থাকা অন্য একটি ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ৬ জেলেকে উদ্ধার করে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তুফানিয়া চর সংলগ্ন সাগরে ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

উদ্ধার হওয়া জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজলোর কোড়ালীয়া গ্রামে।

ডুবে যাওয়া ট্রলারের মালিক জাফর মাঝি বলেন, ‘হঠাৎ সাগরের ঢেউয়ের তোড়ে মাছ শিকারে যাওয়া আমার ট্রলারটি ডুবে যায়। এতে আমার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটির সব জেলেকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’  
এদিকে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গত সোমবার থেকেই মহিপুর ও আলীপুরের খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া সহস্রাধিক ট্রলার।

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়