ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দাওয়াত না পেয়ে দেখে নেওয়ার হুমকি!

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ২০ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২১:০৭, ২০ সেপ্টেম্বর ২০২২
দাওয়াত না পেয়ে দেখে নেওয়ার হুমকি!

পল্লী চিকিৎসকদের অভিষেক অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জয়নাল আবেদীন নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। তিনি সদর উপজেলার চরশাহী ইউনিয়ন পরিষদের ৯ নাম্বার ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে দাসেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

পল্লী চিকিৎসকরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে দাসেরহাট বাজারে পল্লী চিকিৎসক সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সমিতির কোষাধ্যক্ষ হাজী মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ক্ষিপ্ত হন জয়নাল আবেদীন। এ সময় তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমি এডিসির সঙ্গে মিটিংয়ে ছিলাম। আমারে দাওয়াত দিস নাই। তোদের এতো বড় সাহস! অনুষ্ঠান করলে আমার অনুমতি নিতে হবে। আমি যুবলীগের সেক্রেটারি বাদই দিলাম, কিন্তু আমি জনপ্রতিনিধি।’ 

এ সময় এক চিকিৎসক বলেন, এটা রাজনৈতিক অনুষ্ঠান নয়। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওই চিকিৎসককে মারতে তেড়ে যান অভিযুক্ত জয়নাল। এ সংক্রান্ত একটি ভিডিও এই প্রতিবেদকের কাছে রয়েছে।  

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জয়নাল আবেদীন বলেন, ‘অনুষ্ঠানে আগত অতিথিদের কিছু বলিনি। আয়োজকদের বলেছি। আমাকে জানালে আমিও তাদের আপ্যায়ন করতে পারতাম। অনুষ্ঠান বন্ধ করতেও বলেনি।’

পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক রাজীব মজুমদার বলেন, ‘হঠাৎ পল্লী চিকিৎসকদের অভিষেক অনুষ্ঠানে এসে ওই ইউপি সদস্য (জয়নাল আবেদীন) অসদাচরণ করেন। আমরা এ ঘটনার বিচার চাই।’ 

লিটন/তারা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়