ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারাগারে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২১ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১০:৫৫, ২১ সেপ্টেম্বর ২০২২
কারাগারে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ গাজী সালাউদ্দীন (৬০) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ফারমার্স ব্যাংকের সাবেক এই কর্মকর্তা দুদকের একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি ছিলেন। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টা ৪০ মিনিটে হাসপাতালে তিনি মারা যান।

আরো পড়ুন:

মারা যাওয়া গাজী সালাউদ্দীনের গ্রামের বাড়ি পটুয়াখালী আদালত পাড়ায়। 

কারাসূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কারাগারের অভ্যন্তরে সালাহউদ্দীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ২টা ৪০ মিনিটের দিকে গাজী সালাউদ্দীনকে মৃত ঘোষণা করেন। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, গাজী সালাহউদ্দীন দুদকের একটি মামলায় তিন বছরের বিনাশ্রম দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার কয়েদি নম্বর-৭৫৭৫/এ। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়