ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ২৫ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১১:৩৩, ২৫ সেপ্টেম্বর ২০২২
আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া মাদক কারবারি মাহাবুর

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এসময় মাদক কারবারে জড়িত থাকায় মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত মাদক দ্রব্যের মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

র‌্যাব-৫-এর অধিনায়ক রিয়াদ শাহরিয়ার এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার বাসিন্দা আরজান বেগম (৬৪) ও তার ছেলে মো. মাহাবুর (৩৯)। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরজান বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে থাকা তিনজনের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তারকৃতরা হেরোইন মজুত রাখার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর থেকে দুই কোটি ৬০ লাখ টাকা মূল্যের ২৬ প্যাকেট হেরোইন পাওয়া যায়। এছাড়া ড্রেসিং টেবিলের পেছনে লুকিয়ে রাখা ১৫ লিটার চোলাই মদও উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত মা ও ছেলের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের পুলিশের কাছে হস্তান্তরও করা হয়েছে।

শিরিন সুলতানা/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়