ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইল ছাত্রদলের সদস্য সচিব কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ২৮ সেপ্টেম্বর ২০২২  
টাঙ্গাইল ছাত্রদলের সদস্য সচিব কারাগারে

টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন

টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব মো. আব্দুল বাতেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানার আদালতে হাজির করা হলে বিচারক বাতেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত পরিদর্শক তানবীর আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

এর আগে একইদিন দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বাতেনকে গ্রেপ্তার করে পুলিশ।

জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় জানান, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল জেলায় জেলায় বুধবার বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা করে। সেই কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ছাত্রদল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হবিবুর রহমান প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ করে। এসময় পুলিশ লাঠি চার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বাতেনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। 

আদালত পরিদর্শক তানবীর আহম্মদ জানানা, গ্রেপ্তারকৃত আব্দুল বাতেনকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে পুলিশ আদালতে পাঠায়। বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানার আদালতে তাকে হাজির করা হয়। এ সময় বিচারক বাতেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কাওছার/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়