ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বৃষ্টিতে ঝালকাঠিতে দুর্গোৎসবে ভাটা

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৪ অক্টোবর ২০২২  
বৃষ্টিতে ঝালকাঠিতে দুর্গোৎসবে ভাটা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দক্ষিণের উপকূলীয় জেলা ঝালকাঠিতে বৃষ্টি হচ্ছে। সোমবার রাতে ভারি বৃষ্টি হলেও মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়।

এদিকে বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ভাটা পরেছে।  অনেক ভক্ত ও দর্শার্থীরা বৃষ্টির কারণে পূজা মণ্ডপে যেতে পারছেন না। এছাড়া গ্রাম অঞ্চলের অনেক মণ্ডপ কর্দমাক্ত অবস্থায় রয়েছে।

খোর্দ্দবরহর পঞ্চগ্রাম সম্মিলীত শ্রী শ্রী রাধা গোবিন্দ পূজা উদযাপন কমিটির সভাপতি সুজন বিশ্বাস বলেন, বৃষ্টি থাকায় উৎসবে কিছুটা ভাটা পরেছে। গ্রামের মন্দির হওয়ায় মণ্ডপের আশপাশের কাদা জমেছে। ফলে দশর্ণার্থীরা মণ্ডপে আসতে পারছেন না।
 

অলোক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়