ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ৬ অক্টোবর ২০২২  
মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

মুন্সীগঞ্জের মুক্তারপুরে কোমল পানীয় বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। তবে নিহত যাত্রীর নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর ট্রাফিকের ইনচার্জ বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে কোমল পানীয় বোঝাই ট্রাকটি মুন্সীগঞ্জ শহরে আসছিলো। মুক্তারপুর এলাকার সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সেখানে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যাত্রী মারা যায়। তার পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাফিক পুলিশ ট্রাকটিকে আটক করেছে।

রতন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়