ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাপ দিয়ে পাতা খেলা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ১৫ অক্টোবর ২০২২   আপডেট: ১১:৩৭, ১৫ অক্টোবর ২০২২
সাপ দিয়ে পাতা খেলা

তন্ত্র-মন্ত্র দিয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সাপ দিয়ে পাতা খেলা দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়েছে। খেলাটি দেখতে এসময় মাঠে শিশু-কিশোর ও নারী-পুরুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার  শিংড়া ছাগল হাটিতে স্থানীয় যুবকরা এই পাতা খেলা’র আয়োজন করেন। 

খেলায় অংশগ্রহণ করতে বিভিন্ন এলাকা থেকে পাঁচটি তান্ত্রিক দল আসে। তারা তাদের নিজ নিজ মন্ত্র দিয়ে পাতারূপী সাপকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। খেলায় যে দল তাদের মন্ত্রের মাধ্যমে সাপ নিজের দিকে টানতে পারে তারাই  পয়েন্ট পায় সেই সঙ্গে একটি করে পাতিহাঁস দেওয়া হয়।

খেলা দেখতে আসা মোয়াজ্জেম হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘পাতা খেলা নামে যে কোনো খেলা ছিল তা আমার জানা ছিল না। এই খেলা আগে কখনও দেখিনি। খেলাটি খুব মজার।’

ফরিদুল ইসলাম নামের অপর একজন বলেন, ‘সাপ নামে পাতা খেলা আমাদের গ্রামে কখনও হয়নি। তাই দেখতে এসেছি। মন্ত্রের মধ্য দিয়ে খেলোয়ার তার দিকে সাপকে টানছে। এটা একটা অদ্ভুত খেলা।’

খেলার আয়োজক নাইম হোসেন বলেন, ‘প্রতি বছর আমরা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলার আয়োজন করে থাকি। তবে ছোটবেলা থেকেই এই সাপ দিয়ে পাতা খেলার নাম শুনে এসেছি কিন্তু কখনও দেখা হয়নি। খেলাটি আগে বিভিন্ন এলাকায় হতো। তাই পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে আমরা এই খেলার আয়োজন করেছি।’

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়