ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কুমিল্লায় এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি ৩০৩৮১ শিক্ষার্থী

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ৭ নভেম্বর ২০২২  
কুমিল্লায় এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি ৩০৩৮১ শিক্ষার্থী

কুমিল্লা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেও শেষ পর্যন্ত পরীক্ষা বসেননি ৩২ হাজার ১৪৩ জন। এর মধ্যে ৩০ হাজার ৩৮১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমই পূরণ করেননি। আর মোট ৮৬ হাজার ১৯০ জন পরীক্ষার্থীর মধ্যে গতকাল রোববার প্রথম দিনের পরীক্ষায় অংশ নেননি ১ হাজার ৭৬২ শিক্ষার্থী।

পরীক্ষায় অংশগ্রহণ না করা শিক্ষার্থীদের মধ্যে ১৮ হাজার ৩৬২ জন মেয়ে। 

কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ছয় জেলার ১৯২ কেন্দ্রে  একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষায় সব মিলিয়ে ১ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া
অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার হয়েছেন পাঁচজন। 

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বোর্ডের ৪১৯টি প্রতিষ্ঠান থেকে ৮৬ হাজার ১৯০ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। কুমিল্লা বোর্ডে অধীনে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন ১ লাখ ১৬ হাজার ৫৭১ জন। এর বিপরীতে ফরম পূরণ করেছে ৮৬ হাজার ১৯০ জন। অর্থাৎ রেজিস্ট্রেশন করেও কুমিল্লা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না ৩০ হাজার ৩৮১ জন। ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে ১৮ হাজার ৩৬২ জন মেয়ে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাসের বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে নকল করার অভিযোগে লক্ষ্মীপুর জেলার পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

রুবেল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়