ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় বেসরকারি পাটকল শ্রমিকদের ‘ভুখা মিছিল’

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১৩ নভেম্বর ২০২২   আপডেট: ১৬:৫৬, ১৩ নভেম্বর ২০২২
খুলনায় বেসরকারি পাটকল শ্রমিকদের ‘ভুখা মিছিল’

খুলনার আটরা ও মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলের বন্ধকৃত ব্যক্তি মালিকানাধীন মহসেন, সোনালী , এ্যাজাক্স, আফিল, জুট স্পিনার্স ও হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারীরা ৬ দফা দাবিতে ‘ভুখা মিছিল’ করেছেন। এসময় তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচিও পালন করেন। 

রোববার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরীর ফেরিঘাট মোড় থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন শ্রমিকরা। দুপুরে শ্রমিক ফেডারেশেনের মহানগরীর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রমিকদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।

বকেয়া বেতন পরিশোধ, বন্ধ মিল চালুসহ ছয় দফা দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা।

বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এসময় সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন, সেকেন্দার আলী, লিয়াকত আলী মুন্সি, নিজাম উদ্দিন, আজাহার আলী, কাজী আমির মুন্সি, বাবুল হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনশন কর্মসূচি থেকে শ্রমিকদের দাবি আদায়ে  শ্রমিক নেতারা আগামী ১৬ নভেম্বর বুধবার জরুরী সভা ও  ১৮ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় খুলনার রেলিগেটস্থ শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন। এর মধ্যে শ্রমিকদের  দাবি পূরণ না হলে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজপথ-রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। 

নূরুজ্জামান/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়