ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চাঁদপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২১ নভেম্বর ২০২২  
চাঁদপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত

সারাদেশের ন্যায় চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। আর এ উপলক্ষে সোমবার (২১ নভেম্বর)  নৌ বাহিনীর উদ্যোগে চাঁদপুর শহরের ভিআইপি ঘাটে সর্বসাধারণের জন্য দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বানৌজা পদ্মা উন্মুক্ত রাখা হবে। 

নৌবাহিনী সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে দুটি যুদ্ধ জাহাজ উপহার হিসেবে দিয়েছিল ভারত। সেই উপহারের অবদানকে স্মরণ করে সর্বসাধারণের দর্শনের জন্য পদ্মা জাহাজটি উন্মুক্ত রাখা হয়েছে।

এ বিষয়ে বানৌজা পদ্মা কমান্ডার মো. জহিরুল হক বলেন, ‘পদ্মা জাহাজটি হচ্ছে সাধারণ জনগণের সম্পত্তি। আমরা শুধুমাত্র এর রক্ষক। মূলত জনগণের এমন সম্পত্তি আছে সেটা জানানোর জন্যই এই জাহাজটি সশস্ত্র বাহিনী দিবসকে ঘিরে উন্মুক্ত করা হয়। এতে করে জনগণ এই জাহাজটি সমন্ধে জানতে পারবেন। একই সঙ্গেও সাধারণ মানুষের সঙ্গে আমাদের সেতুবন্ধন তৈরি হবে।’

অমরেশ/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়