ঢাকা     রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩০

সড়কপথে নৌকা চালিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় শহর আলী

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৪ নভেম্বর ২০২২   আপডেট: ১৫:০৬, ২৪ নভেম্বর ২০২২
সড়কপথে নৌকা চালিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় শহর আলী

যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে মাগুরার শালিখা উপজেলার সরশুনা থেকে মোটরসাইকেলের ওপর নৌকা বানিয়ে সেই মোটরসাকেল নিয়ে এসেছেন শেখ শহর আলী। 

তার এই অভিনব নৌকা পথচারী এবং অন্যান্যদের দৃষ্টি কেড়েছে। শহর আলী মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে সমর্থকদের উজ্জীবিত করছেন। 

৮০ সিসির মোটরসাইকেলের ওপর বাঁশ এবং কাঠ দিয়ে নৌকার ফ্রেম বানিয়েছেন শহর আলী। তিনি মূলত বাউলশিল্পী। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এমন নৌকা বানিয়ে মাগুরা থেকে ছুটে এসেছেন বলে তিনি জানান। 

শহর আলী বলেন, ‘আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা আছে। তাই এই নৌকা নিয়ে এসেছি। মানুষকে আনন্দ দেব, নিজেও আনন্দ পাব।’

প্রধানমন্ত্রীর জনসমাবেশ শেষ হওয়া পর্যন্ত যশোরে থাকবেন শেখ শহর আলী। জনসভার আশপাশে নৌকা নিয়ে ঘুরবেন এবং বাউলগান শোনাবেন। 

আজ যশোর জেলা শহরের শামস্-উল হুদা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা ঘিরে প্রচার-প্রচারণা আর স্লোগানে মুখর এই জেলা শহর।

রিটন/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়