ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রং মিশিয়ে মাছ বিক্রির অভিযোগ, জরিমানা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২৬ নভেম্বর ২০২২  
রং মিশিয়ে মাছ বিক্রির অভিযোগ, জরিমানা

বগুড়ায় মাগুর এবং শিং মাছে বিষাক্ত রং মিশিয়ে বিক্রির অভিযোগে ফতেহ আলী বাজারের এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে রং মিশ্রিত প্রায় ৪০ কেজি মাছ করতোয়া নদীতে অবমুক্ত করা হয়।  

শনিবার (২৬ নভেম্বর) সকালে বাজারের রহিম মন্ডল নামের মাছ ব্যবসায়ীকে এই জরিমানা করা হয়।  

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতেখারুল আলম বলেন, ‘বিষাক্ত রং মিশিয়ে ফার্মে উৎপাদিত মাগুর ও শিং মাছ বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে আমরা অভিযান চালাই। বাজারে এসে আমরা অভিযোগের সত্যতা পাই। পরে রহিম মন্ডল নামের ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত মাছ নদীতে অবমুক্ত করা হয়। ক্রেতাদের সঙ্গে এমন প্রতারণা যাতে ভবিষ্যতে না করা হয় এজন্য ওই মাছ ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান চলবে।’

এনাম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়