ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘ব্রাজিল নগরীতে’ হলুদ উৎসব

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২৬ নভেম্বর ২০২২   আপডেট: ১৯:২৫, ২৬ নভেম্বর ২০২২
‘ব্রাজিল নগরীতে’ হলুদ উৎসব

নান্দনিক ফুটবল খেলা উপহার দেওয়ায় আনন্দ-উল্লাসে মেতেছেন চাঁদপুরের একটি গ্রামের সব ব্রাজিল সমর্থক। ওই গ্রামকে ব্রাজিলের পতাকা, ব্যানার, ফেস্টুন ও গেইট দিয়ে সাজিয়ে নামকরণ করা হয়েছে ‘ব্রাজিল নগরী’। ফরিদগঞ্জের ঘনিয়া গ্রামে এমন আয়োজনে সাড়া পড়েছে আশপাশের এলাকায়।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে ওই গ্রামে ছোট-বড় নানা বয়সি ব্রাজিল সমর্থকরা হলুদ জার্সি গায়ে একত্রিত হয়। 

এসময় প্রিয় দলের শুভকামনায় অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ, আলোচনা সভা ও কেক কাটা হয়। এরপর ফকির বাজার এলাকা হতে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কে র‍্যালি ও পরবর্তীতে মোটরসাইকেল শোভাযাত্রা করে সকলে উল্লাসে মেতে ওঠেন।

ঘনিয়া গ্রামের ব্রাজিল সমর্থকরা জানান, ২০১৪ সালেও তারা এমন আয়োজন করেছিলেন। এবার দ্বিতীয় বারের মতো এ আয়োজন হলো। ব্রাজিল নান্দনিক ফুটবল খেলে ৬ষ্ঠ বারের মতো বিশ্বকাপের শিরোপা অর্জন করবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ ব্রাজিল ফ্যান গ্রুপের উদ্যোক্তা আনাস বেপারী বলেন, আমরা ছোট থেকেই ব্রাজিল সমর্থক। আমরা ফ্যান ক্লাবের উদ্যোগে অসহায়দেরও সহযোগিতা করে থাকি। আমরা চাই ব্রাজিলের মতো করে বিশ্বকাপে এক সময় বাংলাদেশ অংশ নেবে।

অমরেশ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়