ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মশা নিধন: চসিকের অভিযানে ৬৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ৩০ নভেম্বর ২০২২   আপডেট: ২১:২৩, ৩০ নভেম্বর ২০২২
মশা নিধন: চসিকের অভিযানে ৬৭ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার (৩০ নভেম্বর) নগরীতে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এডিস মশার বিস্তার রোধসহ বিভিন্ন অপরাধে ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে নগরীর মোমিন রোড, রহমতগঞ্জ ও সিরাজদ্দৌল্লা রোড এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা-বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন ও অভিযান পরিচালিত হয়।

আরো পড়ুন:

এ সময় এডিস মশার জন্মস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনগণকে সচেতন করা হয়। অভিযানকালে ২টি নির্মাণাধীন ভবনে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে নগরীর পাহাড়তলী ডিটি রোডের উভয়পার্শ্বের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা এবং নির্মাণ সামগ্রী দায়ে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটরা সহায়তা প্রদান করেন।
 

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়