ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জয়পুরহাটে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ১ ডিসেম্বর ২০২২   আপডেট: ২২:১১, ১ ডিসেম্বর ২০২২
জয়পুরহাটে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন, মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে জয়পুরহাটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়।

গণপরিবহন চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। অটোরিকশা বা ছোট বাহনে অনেকে গন্তব্যে পৌঁছচ্ছেন। এজন্য গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। এছাড়া চাপ বেড়েছে ট্রেনে।

হামিদ আলী নামের এক যাত্রী বলেন, ‘রাজনীতি করবে দুই দল। আর হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। আমার তো কোনো দোষ নেই। তাহলে কেন হয়রানি হচ্ছি?’

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ সাংগঠনিক কমিটির কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, ‘মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। ধর্মঘটের আওতায় থাকবে সকল ধরণের যাত্রী ও পণ্যবাহী পরিবহন।’

শামীম/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়