ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ময়মনসিংহে ওয়ানগালা উৎসব পালিত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ২ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৭:০৩, ২ ডিসেম্বর ২০২২
ময়মনসিংহে ওয়ানগালা উৎসব পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ নগরীতে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার নগরীর ভাটিকাশর দি আচিক কো অপারেটিভ সোসাইটির মাঠে দুই দিনের এই উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার (২ ডিসেম্বর) ছিলো এই উৎসবের মূল আয়োজন। 

শস্য দেবতা মিসি সালজংকে নতুন ফসল উৎসর্গ উপলক্ষে গারো সম্প্রদায়ের মানুষ ওয়ানগালা উৎসবের আয়োজন করে।

গারো সম্প্রদায়ের আদি ধর্ম সাংসারেক অনুসারে শস্য দেবতা মিসি সালজংকে অর্চনা করা হয়। সব ধরণের ফসল দেবতাকে উৎসর্গ করার পর নিজেরা গ্রহণ করেন মান্দিরা। এতে খরাপ কিছু থেকে ফসল রক্ষায় মোরগ দিয়ে রাকাশি পূজা করা হয়। এ সময় গারো সংস্কৃতির বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়।

অনুষ্ঠানে সুমন রুরাম আপেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়ানগালা উৎসবের আহ্বায়ক প্যারিস চিসিম,  উৎসব কমিটির উপদেষ্টা মার্টিন মানকিন, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার প্রশান্ত চিরান, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ময়মনসিংহ শহর শাখার সভাপতি অরন্য ই চিরান, গারো হাউজিং সোসাইটির সভাপতি ধিরেন সাংমা, ঢাকা এলাকার নকমা অন্তর মানকিন প্রমুখ।

মিলন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়