ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সুতায় আটকে গাছে ঝুলছিল চিল, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

গাইবান্ধা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ২০ ডিসেম্বর ২০২২  
সুতায় আটকে গাছে ঝুলছিল চিল, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

গাইবান্ধায় সুতায় আটকে গাছের ডালে ঝুলছিল একটি বিশালাকৃতির চিল পাখি। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল এসে উদ্ধার করে পাখিটিকে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহরের সার্কুলার রোডস্থ গাছ থেকে চিল পাখিটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলের দিকে শহরের সার্কুলার রোডস্থ একটি গাছে বিশালাকৃতির চিলপাখি আটকা পড়ে। ঘুড়ি উড়ানো সুতা গাছে পড়ে থাকলে সেই সুতায় জড়িয়ে পড়ে পাখিটি। ওই গাছে চিলটি সুতায় আটকে থাকা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খরব দেয়। এরপর আট সদস্যের দল ঘটনাস্থলে এসে পাখিটি উদ্ধার করে। পরে চিল পাখিটিকে প্রাণিসম্পদ বিভাগে হস্তান্তর করা হয়।

গাইবান্ধা ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. নাসিম রেজা বলেন, খবর পেয়ে গাছে ডালে সুতায় আটকে থাকা চিলপাখি উদ্ধার করা হয়েছে। পরে চিকিৎসার জন্য সেটি প্রাণিসম্পদ বিভাগে হস্তান্তর করা হয়েছে।
 

শামীম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়