ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গরু ও খাসি জবাই করে ভোজ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ২২ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৮:৫৯, ২২ ডিসেম্বর ২০২২
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গরু ও খাসি জবাই করে ভোজ

এখনও আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আর্জেন্টিনার জয়ে এবার একটি গরু ও একটি খাসি জবাই করে ভূরিভোজের মাধ্যমে বিজয় উদযাপন করেছেন তারা। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে (ইবলিশ চত্বর) এ ভূরিভোজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা আর্জেন্টিনা ফ্যানস ক্লাব এ ভোজের আয়োজন করে।

এ দিন সকালে গরু ও খাসি জবাই করে রান্না শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সমর্থকদের আনাগোনা। ছোট ছোট দলে বিভক্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকেরা আনন্দ উল্লাস করতে থাকে। আর্জেন্টিনা ছাড়াও ব্রাজিল, ফ্রান্স, জার্মানিসহ অন্যান্য দলের সমর্থকেরাও সেখানে আসে এবং ভূরিভোজে অংশ নিতে রেজিস্টেশন করে। আনন্দ উল্লাসে তারাও যোগ দেয়। দুপুর আড়াইটার দিকে খাবার বিতরণ শুরু হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আরো পড়ুন:

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উপদেষ্টা ও রাবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘মেসির অপূর্ণতা বলতে শুধু বিশ্বকাপটাই ছিল। তাই মেসির জন্য আর্জেন্টিনা সমর্থকদের প্রাণের আকুতি ছিল একটা বিশ্বকাপ অর্জন। আর্জেন্টিনা সেটি করে দেখিয়েছেন। গত কয়েকদিন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোমাঞ্চকর এই বিজয় উদযাপন করছে। সেই উৎসব পূর্ণতা দেওয়ার জন্য আমরা গরু ও খাসি জবাই করে ভোজের আয়োজন করেছি।’

তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনা সমর্থক ছাড়াও অন্যদলের সমর্থকেরাও এ আয়োজনে অংশ নিয়েছে। এতে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে মনে করছি।’ 

শিরিন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়