ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে অগভীর খালে মিললো ইলিশ!

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ২৪ ডিসেম্বর ২০২২  
মাদারীপুরে অগভীর খালে মিললো ইলিশ!

মাদারীপুরের ডাসারের অগভীর খালে ভেসাল জালে মিললো ইলিশ মাছ। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার খালে মাছটি ধরা পড়ে। এতে করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ডাসার উপজেলার পূর্ব ডাসার সুইজগেট নামক স্থানে ইউসুফ বেপারী নামে জেলে খালে ভেসাল জাল পেতেছিলেন। খালটি ব্যাবাইজ্জার খাল নামে পরিচিত। তিনি তার জালে এক কেজি ওজনের একটি ইলিশ মাছ দেখতে পান। ইলিশ মাছ ধরার খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ভিড় করে। 

আরো পড়ুন:

জেলে ইউসুফ বেপারি জানান, তিনি ভাবতে পারেননি এত ছোট খালে ইলিশ মাছ পাবেন। 

স্থানীয় বাসিন্দা মিঠু জানান, খালে প্রতিবছর বর্ষা মৌসুম শেষ হলে জেলেরা মাছ ধরে। এখালে ছোট-বড় নানা প্রজাতির দেশীয় মাছ পাওয়া যায়। এই প্রথম ইলিশ মাছ পাওয়া গেল। সত্যিই অবাক হওয়ার মতো বিষয়। ইলিশ মাছ পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, নদীর সঙ্গে খালের সংযোগ থাকার কারণে ইলিশ মাছটি আসতে পারে। 
 

বেলাল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়