ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ চোর আটক

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২৬ ডিসেম্বর ২০২২  
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ চোর আটক

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ২৫ কেজি তামার তারসহ মো. মাহাবুর শেখ (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বিদ্যুৎ কেন্দ্রের ১নং গেইট থেকে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ন রামপাল ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।

আটক মো. মাহাবুর শেখ রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের মো. শুকুর আলী শেখের ছেলে। তিনি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে এদিন ভোরে কেন্দ্রে প্রবেশ করেছিল বলে জানিয়েছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, ‘তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধারকৃত মালামাল ও চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই নিয়ে গেল আট মাসে আনসার ব্যাটালিয়নের সদস্যরা ২৯ জন চোরকে আটক করেছে এবং প্রায় ৫০ লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার করেছে।’

টুটুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়