ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ড্রেনে মিললো কিশোরের গলা কাটা লাশ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ২৭ ডিসেম্বর ২০২২  
ড্রেনে মিললো কিশোরের গলা কাটা লাশ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাঞ্চল এলাকার একটি ড্রেন থেকে এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরেইউনিয়নের বড়কাউ গ্রামের মসজিদ সংলাগ্ন ২৫ নম্বর সেক্টরের ৩৩ নম্বর প্লটের প্বার্শবর্তীড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

উদ্ধার হওয়া লাশটির নাম পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এই কিশোরের বয়স আনুমানিক ১৭ বছর। তার পড়নে নেভি ব্ল্যু প্যান্ট, কফি কালারের গেঞ্জি ও জ্যাকেট ছিল। থুতনির নিচে গলা কাটা ছিল।

কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মধু সুধন পান্ডে জানান, স্থানীয় লোকজন দুপুর ১২টার দিকে  ২৫ নম্বর সেক্টরের ৩৩ নম্বর প্লটের প্বার্শবর্তী একটি ড্রেনে ওই কিশোরের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে উলুখোলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরো জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রফিক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়