ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে যৌতুকবিহীন ২৪ দম্পতির বিয়ে সম্পন্ন 

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২৮ ডিসেম্বর ২০২২   আপডেট: ১২:৩১, ২৮ ডিসেম্বর ২০২২
ঠাকুরগাঁওয়ে যৌতুকবিহীন ২৪ দম্পতির বিয়ে সম্পন্ন 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ক্যাথলিক চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের ৪৮ জন ছেলে-মেয়ের যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রুহিয়া ক্যাথলিক চার্চে এই বিয়ে সম্পন্ন হয়। প্রতি বছর বড়দিনের একদিন পর সামাজিক আনুষ্ঠানিকতা শেষে ২৭ ডিসেম্বর এই গণবিয়ের আয়োজন করা হয়।

রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মজাজক ফাদার অ্যান্থনী সেন বলেন, খ্রিস্টানদের বিয়েতে যৌতুক প্রথা নেই। ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় চাকরি ও কর্মস্থলে থাকলেও বড়দিনে সবাই একত্রিত হয়। ২৬ ডিসেম্বর গায়ে হলুদসহ বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা চলে। পরদিন ২৭ ডিসেম্বর আয়োজন করা হয় বিয়ের। এবার ২৪ জোড়া বিয়ে সম্পন্ন করা হয়েছে। 

বিয়ের বর কনেরা পরস্পরকে স্বামী স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন। এই নব দম্পতিরা উপস্থিত জনসাধারণের কাছে নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।

মঈনুদ্দীন/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়