ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চতুর্থবার টাঙ্গাইল জেলার সেরা করদাতা ভানু

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ২৮ ডিসেম্বর ২০২২  
চতুর্থবার টাঙ্গাইল জেলার সেরা করদাতা ভানু

পাপন কুমার ভানু

পরপর চারবার টাঙ্গাইল জেলার সেরা করদাতা হয়েছেন পাপন কুমার ভানু। তিনি সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ঠিকাদারি পেশায় নিয়োজিত থেকে ২০২২ সালের সেরা করদাতা নির্বাচিত হন।

বুধবার (২৮ ডিসেম্বর) রাজস্ব বোর্ডের সদস্য জাহিদ হাসানের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গাজীপুর কর বিভাগ তাকে এ পুরস্কার দেওয়া হয়।

এর আগে ২০১৯, ২০২০ ও ২০২১ অর্থবছরেও সেরা করদাতা হিসেবে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হয়েছিলেন ভানু।

পাপন কুমার ভানু জানান, ২০০০ সালের শুরুতে ঠিকাদারি ব্যবসা শুরু করেন। টানা ২০ বছর এ পেশায় নিয়োজিত থেকে সরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, সড়কসহ বিভিন্ন কর্মকাণ্ড সফলভাবে সম্পন্ন করেছেন। একই সঙ্গে নিয়মিত কর পরিশোধ করায় ২০১৯ সালে এসে তিনি জেলার সেরা করদাতা হিসেবে প্রথম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি অর্জন করেন। ২০২০, ২০২১ ও ২০২২ সালেও তিনি এই ধারাবাহিকতা অব্যাহত রাখেন। 

কাওছার/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়