ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজিজুল হক কলেজ ক্যাম্পাসে অজ্ঞাত যুবকের লাশ

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ২৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ১২:৫৭, ২৯ ডিসেম্বর ২০২২
আজিজুল হক কলেজ ক্যাম্পাসে অজ্ঞাত যুবকের লাশ

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনে খেলার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

জানা গে‌ছে, সকালে কয়েকজন ছাত্র ক্রিকেট খেলতে কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনের মাঠে আসেন।  এ সময় তারা লাশ দেখতে পেয়ে পু‌লিশকে খবর দেয়। নিহত যুবকের পরনে জ্যাকেট, জিন্স প্যান্ট ও পা‌য়ে স্যান্ডেল ছি‌লো। 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী ব‌লেন,  যুবকের শরীরে কোথাও আঘাতের চিহ্নও নেই। তবে লাশের পাশ থেকে আরও একজোড়া স্যান্ডেল, লাইটার, সিগারেট ও একটি পানির বোতল পাওয়া গিয়েছে। পানির ওই বোতলের গন্ধে ধারণা করা হচ্ছে এতে অন্য কোন দ্রব্য থাকতে পারে। 

ও‌সি আ‌রো ব‌লেন, লাশের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই এর টিম ক্রাইম সিনে এসেছে। আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে৷ তা‌দের কাজ শেষ হ‌লে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে। 

এনাম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়