ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ২৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ২১:৩৯, ২৯ ডিসেম্বর ২০২২
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে তাতে কোনো বাধা নেই। কিন্তু তারা যদি ভাংচুর, অগ্নিসংযোগ করে, রাস্তায় ব্যারিকেড দেয় তখন তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না।’

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে নবগঠিত ভূল্লী থানার শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সীমান্তে হত্যা রোধ সম্পর্কে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার কিলোমিটারের উপরে সীমানা। এছাড়া মিয়ানমারের সঙ্গে রয়েছে প্রায় ২০০ কিলোমিটার সীমানা। ভারতের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, সীমান্তে হত্যা বন্ধ করার। তারা যাতে সীমান্তে লেজার আর্ম ব্যবহার না করে। ইতিমধ্যে আমরা তাদের বলেছি, সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের কারখানাগুলো সরিয়ে ফেলতে। সেটি তারা করেছে। কিন্তু সীমান্তে হত্যা মাঝে মধ্যেই হচ্ছে। আমরা ফ্ল্যাগ মিটিং করে আপত্তির কথা জানাচ্ছি। তারাও এটি রোধ করার যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন। আশা করছি, সীমান্তে হত্যা খুব শিগগিরই আরো কমে আসবে।’

বাংলাবান্ধা ইমিগ্রেশন চালুর ব্যাপারে জানতে চাইলে তিনি আরো বলেন, ‘খুব শিগগিরই এটি চালুর চেষ্টা চলছে।’

হিমেল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়