ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইভীর সঙ্গে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ২৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ২২:৫৪, ২৯ ডিসেম্বর ২০২২
আইভীর সঙ্গে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এসময় তিনি নারায়ণগঞ্জ সিটির বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আমন্ত্রণে নারায়ণগঞ্জ সিটি পরিদর্শনে যান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

নগর ভবনে পৌঁছালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান নারায়ণগঞ্জ সিটি মেয়র। এরপর দুই সিটির উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।

এরপর রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে নগর ভবন, শেখ রাসেল নগর পার্ক, বাবুরাইল খাল ও চারুকলা ইন্সটিটিউট ঘুরে দেখান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেয়া/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়