ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতালে ঢুকে বাবা-মেয়েকে মারধর, আটক ১

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ৩০ ডিসেম্বর ২০২২   আপডেট: ১০:৫৯, ৩০ ডিসেম্বর ২০২২
হাসপাতালে ঢুকে বাবা-মেয়েকে মারধর, আটক ১

গাইবান্ধা সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় রেজাউল করিম বাবুল (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আক্তার রিপা (২০) গুরুতর আহত হন। চিকিৎসা নেওয়ার জন্য তারা ভর্তি হন হাসপাতালে। কিন্তু হাসপাতালে গিয়ে তাদের ফের মারধর করে জীবন প্রামাণিক নামের এক যুবক। পরে প্রত্যক্ষদর্শীরা ওই যুবককে আটক করে ৯৯৯-এ কল দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান এ তথ্য জানান।

আরো পড়ুন:

এর আগে, বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ঘটনাটি ঘটে। 

আটক হওয়া জীবন প্রামাণিক উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকার বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে বুধবার রাতে উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় সম্রাট প্রামানিক ও তার সহযোগিরা হামলা চালিয়ে একই গ্রামের রেজাউল করিম বাবুল ও তার মেয়ে সুমাইয়া আক্তার রিপাকে গুরুতর আহত করে। এ ঘটনায় ওইদিন রাতেই আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বাবুল বাদী হয়ে সম্রাট প্রামানিকসহ ২৩ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে আসামিরা বৃহস্পতিবার দুপুরের দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাবুল  ও তার মেয়ে রিপাকে আবারো মারধর করেন। এসময় হাসপাতালে থাকা লোকজন জীবন প্রামানিককে আটক করে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশে সোপর্দ করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, হাসপাতালে গিয়ে মারধরের ঘটনায় জীবন প্রামানিক নামের একজনকে আটক করা হয়েছে। 

সুদীপ্ত/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়