ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিষ্কার করতে বাবুলাল কাটলেন তিন হাজার কলাগাছ

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ৩০ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৯:১৪, ৩০ ডিসেম্বর ২০২২
পরিষ্কার করতে বাবুলাল কাটলেন তিন হাজার কলাগাছ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূমিহীনদের সরকারী লিজ নেওয়া পুকুরের চারপাশে রোপণ করা তিন হাজার কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ওই পুকুরের লিজ গ্রহণকারী স্থানীয় বাবুলালের বিরুদ্ধে। এ ঘটনার তদন্তপূর্বক বিচার চেয়ে ক্ষতিপূরণ দাবি করেছেন ভূমিহীনরা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের শীতলাবিলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

স্থানীয়রা জানান, সম্প্রতি ভূমিহীনরা পুকুরের চারপাশে প্রায় ৭ হাজার কলাগাছ রোপণ করে। গাছে কলাও এসেছে। অল্প দিনের মধ্যেই কলা কেটে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। কিন্তু তার আগেই বাবুলালের রোষাণলে গাছগুলো কাটা পড়লো। উল্লেখ্য স্থানীয় বাবু লাল, জিতু লাল ও দীপক লাল ইজারা নিয়ে পুকুরে মাছ চাষ করে আসছিলেন।

আজ শুক্রবার ভোরে বাবুলাল লোকজন নিয়ে প্রায় তিন হাজার  কলাগাছ কেটে ফেলেন। এ সময় ভূমিহীনরা বাধা দিয়েও গাছগুলো রক্ষা করতে পারেননি। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে রায়গঞ্জ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

রজব আলী বলেন, শীতলা বিলের চারপাশে ১৫ জন ভূমিহীন সদস্য মিলে প্রায় ৭ হাজার কলাগাছ রোপণ করি। ইতোমধ্যে গাছে কলা এসেছে। ভোরে বাবুলাল তার লোকজন দিয়ে গাছ কেটে ফেলে। আমরা এ ঘটনার বিচার চাই।

বাবুলাল তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে বলেন, ভূমিহীনরা অবৈধভাবে গাছ লাগিয়েছে। আমরা পুকুরের চারপাশ পরিষ্কার করেছি।

সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল রিপন বলেন, সরকারী লিজ নেওয়া পুকুরের চারপাশে ভূমিহীনদের লাগানো কলাগাছ কাটা ঠিক হয়নি। এই কলাগাছ কাটায় দেশের অনেক ক্ষতি হয়েছে। এর বিচার হওয়া দরকার।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম বলেন, শত্রুতা মানুষের সঙ্গে থাকতে পারে। কিন্তু এভাবে গাছ কাটা অমানুষের কাজ। এ ক্ষতি শুধু ভূমিহীনদের নয়, এলাকার ক্ষতি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেব। 

অদিত্য/তারা 

সর্বশেষ

পাঠকপ্রিয়