ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় যুবলীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ৩১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৬:২৮, ৩১ ডিসেম্বর ২০২২
পাবনায় যুবলীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ

পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে যুবলীগ নেতা আনিসুর রহমান আনিস হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপরদিকে, ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে নিহত যুবলীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামের জাকিরুল সরদার (৪০), জাহিদুল সরদার (৩৬), আইনুল হক (৬৫) ও কাওসার হোসেন ওরফে সারোয়ার (২৮)।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল শুক্রবার রাতে নিহত যুবলীগ নেতার ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ১৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পরে রাতেই অভিযান চালিয়ে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।’

এদিকে, শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় মরদেহ নিয়ে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। বিক্ষোভ মিছিলটি নতুন বাজার থেকে শুরু হয়ে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামের আয়নাল হক ও আনিসুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল দুপুরে বিরোধপূর্ণ সেই জমি নিজের দাবি করে আনিসুর রহমান সীমানা প্রাচীর দেওয়ার সময় আয়নাল হক গংয়েরা তাদের ওপর হামলা চালায়। এতে আনিসসহ কমপক্ষে ছয় জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আনিসকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহীন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়