ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যারা অত্যাচার করছে বাংলার মানুষ তাদের মাফ করবে না: দুলু

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ৪ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৫:৩৫, ৪ জানুয়ারি ২০২৩
যারা অত্যাচার করছে বাংলার মানুষ তাদের মাফ করবে না: দুলু

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘যারা ক্ষমতায় থেকে এতোদিন ধরে অত্যাচার করছে বাংলার মানুষ তাদের মাফ করবে না। জনতার আদালতে আজকের সরকার প্রধান শেখ হাসিনাসহ সেই সব জুলুমকারীদের বিচার করা হবে।’

বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের পিএম বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নওগাঁ জেলা বিএনপি আয়োজিত এ সভায় ১০ দফা দাবি ও রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। 

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘আজকে যারা আমার কর্মীদের অত্যাচার করেছে ও আমার ছেলেদের হত্যা করেছে তাদের কোনো মাফ হবে না। তাদের বিচার জনতার আদালতে আমরা করতে চাই। কেউ ছাড় পাবে না।’ 

পুলিশ সদস্যদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা জনতার সঙ্গে থাকুন। এ দেশের ৯৫ শতাংশ মানুষ এই সরকারের বিরুদ্ধে। আপনারা ভোট দিয়ে গতবার আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছেন। এ দেশের জনগণ আর এই অবৈধ সরকারকে চায় না। আপনারা দয়া করে আর এই অবৈধ সরকারকে সহযোগিতা করবেন না। গত ১৫ বছরে যে সমস্ত পুলিশ সদস্য সততার সঙ্গে কাজ করায় এবং আওয়ামী লীগ  না করায় তাদের চাকরি চলে গিয়েছে। আমরা ক্ষমতায় আসলে যোগ্যতা অনুযায়ী তাদের মূল্যায়ন করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘জনগণের মতামত নিয়েই বিএনপি ১০ দফা কর্মসূচি প্রণয়ন করেছে। এতে দেশের মানুষের মতামতের প্রতিফলন ঘটেছে। এছড়া রাষ্ট্রকে মেরামত করার জন্য বিএনপি ২৭ দফার রূপরেখা ঘোষণা করেছে। ২৭ দফার রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বিএনপির কেন্দ্রীয় সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম, মামুনুর রহমান, শফিউল আজম প্রমুখ।

সাজু/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়