ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই বিচারক অপসারণ চেয়ে আদালত বর্জন আইনজীবীদের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ৮ জানুয়ারি ২০২৩  
দুই বিচারক অপসারণ চেয়ে আদালত বর্জন আইনজীবীদের

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বিচারক ও নাজিরের অপসারণ দাবিতে তৃতীয় দিনের মতো আদালতে বর্জন করছেন আইনজীবীরা।

রোববার (৮ জানুয়ারি) আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন কয়েক হাজার বিচারপ্রার্থী।

আরো পড়ুন:

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে আদালত বর্জন কর্মসূচি শুরু করেন জেলা আইনজীবী সমিতি। 

গত বুধবার সকালে বিচারকের সঙ্গে আইনজীবীদের অসৌজন্যমূলক আচরণ ও কর্মচারীদের মারধরের অভিযোগ এনে কর্মবিরতি পালন করে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। সবমিলিয়ে টানা ৩ দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বিচারাঙ্গনে অচলাবস্থা চলছে। যা আজও অব্যাহত রয়েছে। 

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানবীর ভূঁঞা বলেন, আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ফারুক ও আদালতের দুর্নীতিবাজ নাজির মোমিনুল ইসলাম চৌধুরীর অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছি। আদালত প্রাঙ্গণ জাল স্ট্যাম্প ও জাল কোর্ট ফি বিক্রির মাধ্যমে সরকারকে রাজস্ব বঞ্চিত করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত নাজির মমিনুল ইসলাম চৌধুরী। এই অবৈধ কার্যক্রমের বিরোধিতা করায় বিচারকরা আইনজীবীদের ওপর নাখোশ হন। দুর্নীতিবাজ কর্মচারীর আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে ২ বিচারকের অপসারণ দাবি করছি। তাদের অপসারণ না করা পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি চলবে।’

মাইনুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়