ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

চট্টগ্রামে ফ্যামিলি কার্ডে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১০ জানুয়ারি ২০২৩  
চট্টগ্রামে ফ্যামিলি কার্ডে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

‘ফ্যামিলি কার্ড’র মাধ্যমে বন্দর নগরী চট্টগ্রামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে।  

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহানগর ও জেলার সবগুলো উপজেলায় ভর্তুকি মূল্যে ৫ লাখ ৩৫ হাজার পরিবারের মধ্যে পণ্য বিক্রি করা হচ্ছে। 

টিসিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান জামাল উদ্দিন আহমেদ জানান, চট্টগ্রাম নগর  ও জেলায় আজ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে তালিকা প্রণয়ন করে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে।  চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ড ও জেলার বিভিন্ন উপজেলায় পূর্ব নির্ধারিত স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

চট্টগ্রামের মহানগরের ওয়ার্ড কাউন্সিলর এবং উপজেলা পর্যায়ে ইউপি সদস্যদের তৈরি করা এলাকা ভিত্তিক তালিকায় কার্ডপ্রাপ্তরা টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য পাবেন। চট্টগ্রাম মহানগরীতে ৩ লাখ এবং চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় ২ লাখ ৩৫ হাজারসহ মোট ৫ লাখ ৩৫ হাজার কার্ডধারী পরিবার মাসব্যাপী টিসিবির ন্যায্যমূল্যের পণ্য কিনতে পারবেন।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়