ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহিষ চুরির মামলায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১০ জানুয়ারি ২০২৩  
মহিষ চুরির মামলায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মহিষ চুরির মামলায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসেনকে বরখাস্ত করা হয়েছে।একই সঙ্গে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ ঘোষণা জানানো হয়।

আরো পড়ুন:

চিঠিতে বলা হয়, সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোসেনের বিরুদ্ধে বর্তমানে মহিষ চুরির মামলা আছে। এই কারণে স্থানীয় সরকার আইনের বিধি মতে, নবী হোসেনকে বরখাস্ত করে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হলো। 

এ বিষয়ে জানতে চাইলে সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান নবী হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছে।’

প্রসঙ্গত, ২০২১ সালের ৫ জুন মহেশখালীর কুতুবজোমে থেকে ১৮টি মহিষের একটি পাল চুরি হয়। ওই ঘটনায় নবী হোসেন ও তার ভাই লেদু মিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় গত ১৩ ডিসেম্বর কারাগারে পাঠানো হয় নবী হোসেনকে। 

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়