ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: মা-মেয়ের পর আরেক জনের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১০ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৭:৩৮, ১০ জানুয়ারি ২০২৩
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: মা-মেয়ের পর আরেক জনের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তরুণী সাদিয়া আক্তার (১৮) মারা গেছেন। এনিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

আরো পড়ুন:

আরও পড়ুন: ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণ: মেয়ের পর মায়েরও মৃত্যু

মৃত্যুর বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন ভোরে দগ্ধ জোসনা বেগম মারা যান। তার শীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় জোসনা বেগমের দুই বছর বয়সী মেয়ে মরিয়মের মৃত্যু হয়। 

আরও পড়ুন: ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ শিশুর মৃত্যু

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, মারা যাওয়া তরুণীর শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অপর দুই দগ্ধ মনজুরুল (৩২) ও হোসনার  (৩০) অবস্থাও আশঙ্কাজনক।।

আরও পড়ুন: গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

গত শনিবার ভোর ৫টার দিকে ধামরাইয়ের কুমড়াইল কবরস্থান সংলগ্ন দোতলা বাড়ির নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রীসহ ৫ জন দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

সাব্বির/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়