ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহে অবৈধ ইট ভাটা, ২৬ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ১১ জানুয়ারি ২০২৩  
ময়মনসিংহে অবৈধ ইট ভাটা, ২৬ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করায় পাঁচ ইট ভাটা মালিককে ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) দিনভর উপজেলার বিভিন্ন এলাকার ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুল ইসলাম।

পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক রুবেল মাহমুদ বলেন, আইন অমান্য এবং কোনো নিয়মনীতি না মেনে অবৈধভাবে ইট ভাটা পরিচালনার দায়ে হামিদ ব্রিকসকে ৬ লাখ, দোয়েল ব্রিকসকে ৬ লাখ, এমজেএ ব্রিকসকে ৪ লাখ, আলম ব্রীকসকে ৬ লাখ এবং জাহিদ ব্রীকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আইন ভঙ্গ করে পরিচালনার অভিযোগে পরিবেশ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।

/মিলন/সাইফ/ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়