ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ২

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৬ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৬:২২, ১৬ জানুয়ারি ২০২৩
রামপাল বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ২

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরির অভিযোগে ২ জনকে আটক করেছে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ন রামপাল ক্যাম্পের সদস্যরা।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত ফায়ার স্টেশনের পশ্চিম পাশে তল্লাশি চালিয়ে তার কাটার সরঞ্জামাদি ও ছয় কেজি তামার তারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জের বানস্বরদী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. ইফাজুল ইসলাম (১৮) ও কুষ্টিয়ার খাড়ারা এলাকার নায়েব আলী মন্ডলের ছেলে মো. আবু হানিফ (১৮)। তারা উভয়ই দুই দিন আগে কাজের উদ্দেশ্যে কেন্দ্রে এসেছিল।

খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, ‘সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তামার তারসহ চোরাই চক্রের দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আটক আসামিদের রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গত ৯ মাসে ৫০টির অধিক অভিযানে ৫৩ লাখ তিন হাজার আটশ টাকার চোরাই মালামাল ও ৩৩ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা।’

টুটুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়