ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রমিক বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২২ জানুয়ারি ২০২৩  
রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রমিক বিক্ষোভ

সাত মাসের বকেয়া বেতনের দাবিতে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।

রোববার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহীতে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে সমাবেশ করেন তারা।

আরো পড়ুন:

শ্রমিকেরা জানান, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১১৯ জন শ্রমিক দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। প্রতিদিন তারা ৫০০ থেকে ৫৫০ টাকা মজুরি পান। কিন্তু গত ৭ মাস ধরে তাদের মজুরি বন্ধ রয়েছে। এ অবস্থায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

কর্মসূচিতে শ্রমিক শামসুল ইসলাম, আবদুল মালেক, আবদুল কুদ্দুসসহ আরও অনেকে বক্তব্য দেন। 

কর্মসূচি থেকে শ্রমিকেরা দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। কর্মসূচিতে সাত মাস ধরে বেতনবঞ্চিত সব শ্রমিকই অংশ নেন।

বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) কাজী রফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি। 

শিরিন সুলতানা/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়