ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শৌচাগারে রাখা হয় বশেমুরবিপ্রবির গুরুত্বপূর্ণ নথিপত্র

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২২ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৭:১১, ২২ জানুয়ারি ২০২৩
শৌচাগারে রাখা হয় বশেমুরবিপ্রবির গুরুত্বপূর্ণ নথিপত্র

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ‘অর্থ ও হিসাব’ দপ্তরের সংরক্ষণাগার না থাকায় গুরুত্বপূর্ণ নথিপত্র বস্তায় ভরে রাখা হয় শৌচাগারে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, কক্ষ সংকটের কারণে নথিপত্র শৌচাগারে রাখা হয়। এতে, মাঝে মধ্যেই গুরুত্বপূর্ণ কাগজপত্র পানিতে ভিজে নষ্ট হয়ে যায়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ‘অর্থ ও হিসাব’ দপ্তরে কর্মরত ২৬ জন কর্মকর্তা ও কর্মচারীর জন্য কক্ষ রয়েছে মাত্র চারটি। এছাড়া এই দপ্তরের নথিপত্র সংরক্ষণে নেই আলাদা কক্ষ। তাই বস্তায় ভরে ভাউচার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র শৌচাগারে ফেলে রাখা হয়।

হিসাবরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হলেও কক্ষ বরাদ্দ নিয়ে তালবাহানা চলছেই। কক্ষের সুষ্ঠু বণ্টনের দাবিতে কর্মবিরতি কর্মসূচি দিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, ‘এ বিষয়ে সমাধানে উপাচার্য একটা কমিটি করে দিয়েছেন। তারা যাচাই-বাছাই করে সমাধান করবেন।’

বাদল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়