মানিকগঞ্জে মদসহ আটক ২
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার বাহ্রা এলাকা থেকে চোলাই মদসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন সাটুরিয়া উপজেলার বাহ্রা এলাকার হেমন্ত চন্দ্র দাসের ছেলে হারান চন্দ্র দাস (৬৪) ও জতীন্দ্র মনি দাসের ছেলে সজিব মনিদাস (৩০)।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, পুলিশ সুপার গোলাম আজাদ খান স্যারের নির্দেশে রোববার (২২ জানুয়ারি) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় রাত ৮টার দিকে সাটুরিয়া উপজেলার বাহ্রা এলাকা থেকে চোলাইমদসহ ২ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একশো বার চোলাই উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ১২ হাজার টাকা।
/চন্দন/সাইফ/
আরো পড়ুন