ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে সাবেক আ. লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২৭ জানুয়ারি ২০২৩   আপডেট: ১২:৪৫, ২৭ জানুয়ারি ২০২৩
বরিশালে সাবেক আ. লীগ নেতা গ্রেপ্তার

বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন বাপ্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।

আরো পড়ুন:

এর আগে, গতকাল বৃহষ্পতিবার রাতে তাকে নগরীর নিউ সার্কুলার রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া বাপ্পী বরিশার নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছালাম হাওলাদারের ছেলে। গত বছরের ৩১ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সাংগঠিনক সব কার্যক্রম স্থগিত করে বরিশাল মহানগর আওয়ামী লীগ। 

ওসি আজিমুল করিম বলেন, বাপ্পী নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে দুটি বিচারাধীন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।

পুলিশ জানায়, বাপ্পী ৬০ লাখ টাকার একটি চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি।  

স্বপন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়