অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সালেহা আক্তার (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সালেহা আক্তার উপজেলার গুমগুমিয়া গ্রামের মো. ইসমাইল মিয়ার স্ত্রী। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সালেহা বেগম অটোরিকশাযোগে হরিনগর থেকে গুমগুমিয়ায় যাচ্ছিলেন। পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে তিনি ছিটকে পড়েন। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা চৌধুরী বলেন, ‘সালেহা বেগমের মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।’
মামুন/কেআই
আরো পড়ুন