ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাবেক এমপি মাহজাবীনসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ৩০ জানুয়ারি ২০২৩   আপডেট: ১০:২১, ৩০ জানুয়ারি ২০২৩
সাবেক এমপি মাহজাবীনসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ ও তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিম

বেসিক ব্যাংকের ৩০০ কোটি টাকার ঋণ খেলাপির মামলায় সাবেক সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ ও তার স্বামী চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে পাসপোর্ট আদালতে জমা দিতেও নির্দেশ দিয়েছেন বিচারক।

মাহজাবীন জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। 

রোববার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

অন্য দুই জন হলেন- আই জি নেভিগেশন লিমিটেডের ডাইরেক্টর হুমাইরা কবির ও  সৈয়দ মোজাফফর রহমান।  

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম জানান, ৩০০ কোটি টাকার বেশি ঋণ খেলাপি অভিযুক্তরা। গত বছরের ২১ নভেম্বর বেসিক ব্যাংকের পক্ষে ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। আদালত রোববার শুনানি শেষে চার জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।

তিনি আরও জানান, আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে নিষেধাজ্ঞা দেওয়া চারজনকে তাদের পাসপোর্ট আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের অতিরিক্ত আইজিপিকে (বিশেষ শাখা) নির্দেশ দিয়েছেন আদালত।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়