ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিলিন্ডারের গ্যাসের আগুনে নারীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৮:২৩, ২ ফেব্রুয়ারি ২০২৩
সিলিন্ডারের গ্যাসের আগুনে নারীর মৃত্যু 

গাজীপুর মহানগরীর নলজানী এলাকায় প্লাটিনাম ভবনের ৮ তলায় রান্না ঘরের সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে আগুনে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে দুর্ঘটনা ঘটে। 

নিহত হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাউঘাটা গ্রামের মো. শাহনেওয়াজের স্ত্রী ফারজানা হক কচি (৩২)। তার স্বামী শাহনেওয়াজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত একজন সার্জেন্ট।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তাশারুফ হোসেন বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আগুনের খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিদগ্ধ হয়েছে। ওই আগুনে এক পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু হয়। তবে প্লাটিনাম ভবনের ৮ তলা ওই ভবনে ওই নারী ছাড়া কেউ ছিলেন না। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার লাইনে গ্যাস প্রবাহমান অবস্থায় ছিল। তখন ম্যাচ অথবা দিয়াশলাই দিয়ে জ্বালানোর সময় ওই দুর্ঘটনা ঘটে। আগুনে রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে সিলিন্ডারটি অক্ষত রয়েছে।’  

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সানোয়ার জাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জন শাহনেওয়াজের স্ত্রীর মৃত্যু হয়েছে। লাশ শহীদ তাজউদ্দীন হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়