ঢাকা     রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩০

ডিস ব্যবসায়ী হত্যা মামলা, গ্রেপ্তার ২

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০২৩  
ডিস ব্যবসায়ী হত্যা মামলা, গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুই আসামি

রাজশাহী মহানগরীতে কাজেম আলী বিদ্যুৎ (৪০) নামের এক ডিস ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মুশরইল এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- নগরীর শাহমখদুম থানার গাংপাড়া এলাকার মৃত আজম আলীর ছেলে মো. নাসিম (২২) ও পবা নতুনপাড়া এলাকার মৃত সাজ্জাদ আলীর ছেলে মো. শুভ (২০)।

নিহত কাজেম আলী নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম স্কুলপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল দুপুর ২টার দিকে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাত করা হয় কাজেম আলীকে। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় রাতে তিনজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন নিহত কাজেমের ছোট বোন মৌসুমী খাতুন। মামলার অপর আসামি হলেন গাংপাড়া এলাকার মো. হান্নানের ছেলে মো. আকাশ (২০)। 

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা বাদীর বাড়ির সামনে থাকা বরই গাছে ঢিল ছুঁড়ছিলেন। কাজেম এতে নিষেধ করেন। কাটাকাটির একপর্যায়ে আসামি শুভ কাজেমের পেটে ছুরিকাঘাত করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে কাজেমের মৃত্যু হয়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গ্রেপ্তার দুই আসামি তাদের অপরাধ স্বীকার করেছেন। পলাতক আসামি সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর গ্রেপ্তার দুজনকে আজ (শুক্রবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেয়া/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়