চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অভিযুক্ত দুই যুবক
বরগুনার বেতাগীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বেতাগী সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, দুপুরে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে একই এলাকার সাব্বির, আল আমীন নামের দুই যুবক তাকে নির্জন একটি বাড়িতে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। পরে ওই ছাত্রী সাব্বিরের হাতে কামর দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার সকালে বেতাগী থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।
মামলার বাদী বলেন, ‘আমার মেয়ে ভয়ে এখনো কাঁপছে। বৃহস্পতিবার রাতে মেয়ের বাবা বাড়িতে আসার পর মামলার সিদ্ধান্ত নেই। আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই। এমন মানুষের কাছে কোনো শিশু নিরাপদ নয়।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
ইমরান/কেআই