ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো প্রাইভেটকার, ভাইবোনের মৃত্যু
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে আরোহী ভাইবোন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় হুমায়ুন (২৫) নামে একজন আহত হয়েছেন। নিহত দু’জন হুমায়ুনের স্ত্রী ও শ্যালক। তারা তিনজন একই প্রাইভেটকারে ছিলেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চন্ডিহারা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত হুমায়ুন বরিশালের হিজলা উপজেলার আহম্মেদ হোসেনের ছেলে।
বগুড়া মেডিক্যাল কলেজ ফাড়ির এএসআই রকিবুল হাসান বলেন, দুর্ঘটনার শিকার তিনজন আত্মীয়। তারা প্রাইভেটকারে বরিশাল যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন আহত হুমায়ুন। তারা ঘটনাস্থলে পৌঁছলে বেপরোয়া গতির ট্রাকটি প্রাইভেটকারটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই হুমায়ুনের স্ত্রী ও শ্যালক মারা যান। আহত হুমায়ুনের অবস্থাও আশংকাজনক। লাশ দুটি শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এনাম/টিপু
আরো পড়ুন