আগুনে পুড়লো বসত ঘর
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩
সিলেটের গোলাপগঞ্জে আগুন লেগে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পৌর এলাকার স্বরস্বতী কামারগাঁও গ্রামের প্রবাসী জাকারিয়া আহমদের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নূর আহমদ/ মাসুদ