ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গমের ট্রাকে বালুর বস্তা: গ্রেপ্তার ৩, তদন্ত কমিটি গঠন

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৭:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০২৩
গমের ট্রাকে বালুর বস্তা: গ্রেপ্তার ৩, তদন্ত কমিটি গঠন

চুয়াডাঙ্গায় খাদ্য গুদামের গম পরিবহনকালে একটি ট্রাক থেকে প্রায় ৪ টন গম রহস্যজনকভাবে উধাও হয়েছে। এছাড়া ট্রাক থেকে গমের বদলে প্রায় দেড় টন বালু ও ইট সিমেন্ট জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এদিকে ওই ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নজরুল ইসলাম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় তিন পরিবহন ঠিকাদার প্রতিষ্ঠান ও মালিক এবং ৯ জন ড্রাইভার হেলপার এবং নাম না জানা ৭ জনসহ ১৯ জনের নামে মামলা করেছেন। 

চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শহিদুল হক জানান, ঘটনা তদন্তে স্থানীয় দুটি কমিটি ছাড়াও গত সোমবার (৬ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছ। কমিটিতে উপ-সচিব শামসুজ্জামানকে আহ্বায়ক করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেল থেকে কমিটির কাজ শুরু করার কথা রয়েছে। উক্ত কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, ওই ঘটনায় ৩ জন ট্রাক হেলপারকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। ৬ টি ট্রাক আলামত হিসাবে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। 

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ভোরে খুলনার ৪ নম্বর ঘাট থেকে ৬টি ট্রাকযোগে সরকারের আমদানিকৃত প্রায় ১০০টন (৯৯ হাজার ৮১৬ কেজি) গমের একটি চালান চুয়াডাঙ্গা রেলগেটের পাশের  সরকারি খাদ্য  গুদামে আসে। ওইদিন সকাল ৯ টায় উক্ত ট্রাকগুলো থেকে গম খালাস করার সময় ৬টি ট্রাক থেকে গমের বস্তার মধ্যে গমের বদলে পাওয়া যায় ২৮ বস্তা বালু, ৬টি সিমেন্টের বড় বড় ঢালাই খন্ড ও দুটি ইটে বস্তা উদ্ধার করে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নজরুল ইসলাম। যার ওজন প্রায় দেড় টন। গম খালাস ও ওজন করে দেখা যায় প্রায় ৪ টন গম কম এসেছে। কর্তৃপক্ষের সন্দেহ পরিবহণ ঠিকাদার ও পরিবহনের ড্রাইভার হেলপাররা এঘটনা ঘটাতে পারে। 

মামুন/ মাসুদ

মামুন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়